সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ক্যাব (কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ) নাটোরের সিংড়া শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ক্যাব (কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ) এর সিংড়া উপজেলা শাখার সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা।
আলোচনা সভায় ক্যাব (কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ) সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুজ্জামান,প্রতিষ্ঠানের শিক্ষক জাকারিয়া মাসুদ,ক্যাবের সদস্য খলিল মাহমুদ,শিক্ষার্থী তানজিলা ইসলাম রানী।
বক্তারা, কোন পন্য ক্রয়ের সময় ক্যাশ মেমো নেয়া ও খোলা-ভেজাল খাবার থেকে বিরত থাকা এবং সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ ভোক্তা অধিকারের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
এসময় নাট্য পরিচালক মিনহাজ মল্লিক,সাংবাদিক আবু জাফর,এনামুল হক বাদশা সহ প্রতিষ্টানের দেড় শতাধিক শিক্ষার্থী।