রংপুর প্রতিনিধি॥
রংপুরে গৃহবধু,শিশুর উপর হামলা ও বাড়ি-ঘর ভাংচুরের আভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে থানায় আভিযোগ দায়ের করা হয়। জানা যায়, রংপুরের খটখটিয়া ভাটা-পাড়া এলাকায় জমির মালিক নুরজাহান আক্তার তার নিজ জমিতে পাকা ঘর-বাড়ি নির্মান করে ২ সন্তারদের নিয়ে বসবাস করে আসছে। গত ১১ই মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় নুরজাহান আক্তারকে রাজমিস্ত্রি দিয়ে নিজ সিমানায় প্রাচির নির্মান করছেন। হঠাৎ করে পাশের বাড়ি মালিক রংপুর পুলিশ লাইনের ম্যাচ ম্যানেজার এএসআই বকুল মাসুদ রাজমিস্ত্রিকে কাজ বন্ধ করতে বলে এবং বকুল মাসুদের লোকেরা দরজা খুলে বেরিয়ে আসা মাত্রই বাড়ি মালিক নুরজাহান আক্তারকে ও তার কোলে থাকা ৩ বছরের শিশু ঋতুকে ধাক্কামেড়ে মাটিতে ফেলে দেয়, এতে নুরজাহান আক্তারের মাথায় আঘাত লাগে ও ৩ বছরের শিশু ঋতুর চোখে ইটের আঘাত লেগে ডান চোখটি নষ্ট হয়ে যায়। এরপর তারা নির্মানকৃত প্রাচির ও ঘরের মালামাল ভাংচুর করে। এ ঘটনায় গত ১৩ ই মার্চ রংপুর কোতয়ালী থানায় নুরজাহান আক্তার বাদী হয়ে বাড়ির মালিক বকুল মাসুদ, সহযোগি নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকম, মিলু মিয়া সহ ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযেগ দেয়ার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখন পর্য়ন্ত কোন পদক্ষেপ নেয়নি। উল্টো বিবাদি বাড়ি মালিক পুলিশ লাইনের ম্যাচ ম্যানেজার এএসআই বকুল মাসুদ বাদি নুরজাহান আক্তারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভিতি প্রদান করছে।
এব্যাপারে নুরজাহান আক্তার ন্যায় বিচারের জন্য রংপুরের ডি.আই.জি ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।