লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে পৌরসভার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় শিশু দিবসে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শান্তনু চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনীতি জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুইয়া, পিআইও মোঃ বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর জম্মদিনের কেক কাটা হয়।