লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতঘরে সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা ফাতেমা আক্তার,স্বামী নূর হোসেন ও মেয়ে কামরুন নাহারকে পিটিয়ে আহত করে বসতঘর ভাংচুর করে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামের নাপিত বাড়িতে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার হানুবাইশ নাপিত বাড়ির নূর আলমের বসতঘরে সন্ধায় একই গ্রামের হোসেন মাষ্টার বাড়ির রবিন,পলাশ,রুবেল ও সাব্বিরের নেতৃত্বে ১০/১৫ জনের একটি ভাড়াটিয়া গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ঘরে প্রবেশ করে ফাতেমা আক্তার,কামরুন নাহার ও নূর আলমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ষ্টিলের সুকেইচ-আলমারী ভেঙ্গে স্বর্নালংকার সহ ১লক্ষ ২০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে যায়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।