চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন হয়েছে। আজ (শনিবার) দুপুরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাস্টেডিয়ামের জিমনেশিয়ামে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয়কমিটির সদস্য শ্যামল কুমার রায়। সম্মেলনে প্রধান বক্তা জাসদকেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। সদর উপজেলাজাসদের সভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা মেহের আলী,সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম পিন্টু, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখাজাসদের সভাপতি আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জাসদেরসভাপতি গোলাম মোস্তফা সবুর, সাধারণ সম্পাদক মোঃতরিকুল ইসলাম। সম্মেলনে সদর উপজেলা ও পৌর জাসদেরবিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।