ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
ভূঞাপুর মনিংসান কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার স্থানীয় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৩৫ টি ইভেন্টে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন। বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ খাইরুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ খাইরল বাসার, মোঃ নূরুল ইসলাম লিটন প্রমুখ। অভিভাবক, শিক্ষক ও ছাত্র ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। পরে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৯ জন্ম দিন পালন করা হয়।