বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। রোববার সকালে মোরেলগঞ্জ উপজেলার দোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেক ভ্যানচালক আহত হয়। নিহতরা হলো- মোরেলগঞ্জ উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পী (৩৫) ও তার ছেলে ওমর হাওলাদার (৭)। ওমর হাওলাদার স্থানীয় দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মোরেলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রোববার সকালে বাগেরহাট থেকে চীনা নাগরিক বহনকারী একটি পাজেরো গাড়ি বেপরোয়া গতিতে মোরেলগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় দোনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পাশর্^ রাস্তা থেকে একটি যাত্রীবোঝাই ভ্যান রাস্তায় ওঠে। তখন পাজেরো গাড়িটি যাত্রীবোঝাই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পাজেরো গাড়িটি মা-ছেলের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তারা ঘটনাস্থলে মারা হয়। মা সুরমা আক্তার শিল্পী ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। ওই চীনা নাগরিকরা শরণখোলা পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে কাজ করছেন বলে এসআই ফারুক জানান। মৃতদেহ দুটি মোরেলগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পাজেরো গাড়িটি জব্দ করে চীনা নাগরিকদের পুলিশি হেফাজতে নিয়েছে।