দাউদকান্দি প্রতিনিধি॥
বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল বিকেল দাউদকান্দির হাসানপুরে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ সোনার বাংলার জন্ম হতনা এবং আজকে আমরা যারা রাজনীতি করি করি,মন্ত্রী-এমপি হই,স্বাধীনভাবে চলাফেরা করি তার কোন কিছুই করতে পারতামনা। এমনকি চাকুরি,ব্যবসা-বানিজ্য কোন কিছুই স্বাধীন ভাবে করতে পারতামনা। পদে পদে বঞ্চিত ও লাঞ্চিত হতে হত সেই পশ্চিম পাকিস্তানি হায়েনাদের নিকট।
দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অহিদুল ইসলাম,যুবলীগ নেতা মনজির তালুকদার,পদুয়া ইউপি আ.লীগের সভাপতি মোঃ নাছির,তিতাস আ.লীগ নেতা হাসেম মেম্বার,হাজী মনির প্রমুখ।