সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের দক্ষিণ সরিষাবাড়ী চরাঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওনা ইউনিয়নের কুলপাল যমুনা আদর্শ বিদ্যানিকেতনের মাঠে রবিবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওনা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: আবেদ আলীর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, আগামী সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি, গরীবের ডাক্তার নামে খ্যাত আলহাজ ডাঃ মুরাদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল পাঠান, মনিরুজ্জামান মনজু, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজমত আলী মাষ্টার, জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সহ-সভাপতি বদরুদ্দোজা বাহাদুর, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারন সম্পাদক সুমন চাকলাদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শিশির, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, যুবলীগের যুগ্ম আহবায়ক আজমত আলী প্রমুখ।