রংপুর অফিস॥
সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের কার্যক্রম সম্পর্কে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রংপুর সড়ক ভবন প্রাঙ্গনে দেশের মধ্যে প্রথম এই গণশুনানীতে রংপুর সড়ক বিভাগের আওতাধীন রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন) মোশারফ হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, পরিবহন ও রক্ষাণাবেক্ষনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম ভূইয়া, রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফকির আব্দুর রব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম রুমি, সড়ক ও জনপথ রংপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী একেএম হামিদুর রহমান, জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক প্রমূখ। একঘন্টার বেশি সময় ধরে গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, ঠিকাদারসহ বিভিন শ্রেণি পেশার মানুষ উত্তরাঞ্চলের মহাসড়ক ও সড়ক পরিবহনের নানা সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম গুশুনানীতে সমস্যাগুলো সনাক্ত করে তা সমাধানের আশ্বাস দেন। তিনি টেকসই উন্নয়নে মহাসড়কের স্থায়ীত্ব ও গুণগত মান বৃদ্ধির জন্য প্রকৌশলীদের তাগিদ দেন। তিনি বিআরিটিসি বাস বহরে নতুন ৫০০ বাস যুক্ত হওয়ার কথা বলেন। তিনি বলেন, মহাসড়ক দেখভালের জন্য ২৩টি মনিটরিং টিম কাজ করছে। কোন অভিযোগ থাকলে সরাসরি তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, জনপনের জবাবদিহিদা নিশ্চিত করতে দেশে এই প্রথম রংপুরে গণশুনানী অনুষ্ঠিত হলো। আগামীতে অন্যন্যা জোনে গণশুনানী করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল জাতীয় মহাসড়ক আঞ্চলিক সড়ক ও স্থল বন্দরের সড়ক সমূহ উন্নয়ন কর্মকা-ে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক উন্নয়নে কোনোরকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। তিনি রাস্তার ধারে সকল অবৈধ স্থাপনা বিশেষ কওে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ণ মোড়, রংপুর-কুড়িগ্রাম সড়কের মাহিগঞ্জ সাতমাথায় অবৈধ দোকান পাঠ খুব দ্রুত উচ্ছেদ করা হবে। তিনি উন্নয়ন কর্মকা-ে সাংবাদিক গণমাধ্যম কর্মী ও সুধি জনের সহযোগিতা কামনা করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান বলেন, রংপুর নগরীর পায়রা চত্বর থেকে কাউনিয়ার হারাগাছ পর্যন্ত রাস্তাটি ২৪ ফুট প্রশস্ত করার আশ্বাস দেন। তিনি বলেন এসড়কটি বর্তমানে ১২ ফুট প্রশস্ত রয়েছে। তিনি বলেন, নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে গঙ্গাচড়ার তিস্তা দ্বিতীয় সড়ক সেতু হয়ে লালমনিরহাট পর্যন্ত সড়কটি বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রয়েছে। তা তিনি সড়ক ও জনপথ বিভাগের আওতায় এনে ছয় লেনে উন্নীত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।