• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

মেরিন ইনস্টিটিউটের বদলীকৃত সেই অধ্যক্ষ এখন ও বহাল

আপডেটঃ : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের মেরিন টেকনোলজির বদলীকৃত সেই অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এখন ও বাগেরহাটেই বহাল। তার নতুন কর্মস্থলে না যাওয়ায় এবং ক্যাম্পাস বন্ধো রাখায় আবারও আন্দোলনে নেমেছে শিক্ষাথীরা। গতকাল বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ বিরুদ্ধে ১৮ দফা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো গত ১৫ ফেব্রুয়ারি বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ ফেব্রুয়ারী প্রবসী কল্যাণ ও কর্মস্থান মন্ত্রণালয় থেকে অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জে  বদলী করা হয়।  মন্ত্রণালয় থেকে বদলীকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার নতুন কর্মস্থলে না গিয়ে আবারো বাগেরহাট থেকে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে করে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আরও জানান, তাদের শিক্ষা জীবন নিয়ে এমনিতেই হতাশার মধ্যে রয়েছে,তার উপরে অনিদৃষ্টকালের জন্য বাগেরহাট মেরিন ইনস্টিটিউট বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে অনিঃশ্চয়তা দেখা দিয়েছে । শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন স্থানে আশ্রায় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় বদলীকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে দ্রুত বাগেরহাট থেকে প্রত্যাহার না করা হলে বাগেরহাটের পাশাপাশি সারদেশের অন্য ৫টি মেরিন ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা আরো কঠিন  আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে।  সংবাদ সম্মেলনে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেঘলা হাচান শান্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ