বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বসতঘরে আগুন লেগে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রবিবার বিকালে শহরের বাসস্টান্ড সংলগ্ন গোবরদিয়া গ্রামের মোঃ মানিকের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বাড়ীটি ভাড়া নিয়ে জেলার মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাহ গ্রামের বাসিন্দা আব্দুল হক বসবাস করে আসছিল। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল হক বলেন, ঘটনার সময় আমি শহরের বাসস্টান্ডে আমার দোকানে ছিলাম। আগুন দেখে আমার স্ত্রী বিনা বেগম ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এতে তারা ব্যার্থ হলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুন নেভানোর আগেই ঘরের ৪টি কক্ষে থাকা নগদ ৮০ হাজার টাকা ও আমার দোকানের মালামালসহ প্রায় ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বাগেরহাট ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, এলাকার লোকেদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিভিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।