• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
৪২ বছর পর স্বজনদের সাথে সাক্ষাতে জানতে পারলেন তিনি মুসলিম, অতঃপর…! আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাংবাদিককে মারধর করে প্রেস কার্ড ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা, সিরাজগঞ্জে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন বাজার থেকে ইলেকট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ প্রত্যাহারের নির্দেশ মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, বাসে হামলা এমপি আনার ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হাত-পা-মুখ বেঁধে সুপারি ‘চুরি’র অপবাদে ২ শিশুকে নির্যাতন বাংলাদেশি হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয় জন্ম সনদে পাওয়া গেছে ভিন্নতা, ডিগ্রি পাস করেছেন ১৪ বছরে

‘উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে অভিনন্দন না জানানো বিএনপির হীনম্মন্যতা’

আপডেটঃ : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ায় সরকারকে অভিনন্দন না জানানোয় বিএনপি রাজনৈতিক হীনম্মন্যতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর তাই জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। অথচ বিএনপি বলছে, বাংলাদেশ অন্ধকার টানেল। তাদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত ও অশোভন বক্তব্য পরিহার করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গত শুক্রবার একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে বিকৃত করে নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হয়েছে বিএনপি।
তিনি বলেন, আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদের বলেছিলেন, উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনের ভয়কে জয় করেছে আওয়ামী লীগ। নির্বাচন এখন আনুষ্ঠানিকতা মাত্র। আর বিএনপির নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে বিকৃত করে যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক ভাষা নয়।
বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশোভন কথা বলবেন না। আপনারা সমালোচনা অবশ্যই করবেন, তবে অবশ্যই গঠনমূলক ও রাজনৈতিক শিষ্টাচারপূর্ণ হতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একজন বিকারগ্রস্ত ও ভারসাম্যহীন মানুষ। তিনি রিজভী দীর্ঘদিন পরিবার ছেড়ে পার্টি অফিসে থাকায় তার মানসিক সুস্থ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রিজভী আহমেদকে দ্রুত চিকিৎসক দেখানের জন্যই বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ