• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

দুটি প্রজন্মকে জিয়াউর রহমানের নাম জানতে দেয়নি: সেলিমা রহমান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

শেখ মুজিবের নাম তার মেয়ে (শেখ হাসিনা) একবারে তলানিতে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, শহীদ জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একটা দানবীয় সরকার দুটি প্রজন্মকে জিয়াউর রহমানের নাম জানতে দেয়নি।

তিনি বলেন, জিয়াউর রহমান শিশুদের জন্য শিশু একাডেমি, শিশুপার্ক করেছেন। এমন কিছু নেই, যা তিনি শিশুদের জন্য করেননি। নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন জিয়াউর রহমান।

বিএনপির এই নেতা বলেন, একটি দানবীয় সরকার শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের হাত ধরে দেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকারসহ সব কিছু কেড়ে নিয়েছে।

সেলিমা রহমান বলেন, বিএনপি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে এবং সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টে বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। কিন্তু, সেই সঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনও শুকায়নি। রাজপথ এখনও তাদের রক্তে লাল হয়ে আছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে নানারকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ