• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

২৩ মার্চের জনসভা সফল করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে পৌর মেয়র এস.এম নজরুল ইসলামের মতবিনিময় সভা

আপডেটঃ : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগামী ২৩ মার্চ সরকারী আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল ও স্বার্থক করতে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা করেন। এ সময় পৌর কাউন্সিলর সহ ৯নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম সোমবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের নবগ্রাম মহল্লায় ২৩ মার্চের জনসভা সফল করতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা শেষে পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম নবগ্রাম মহল্লার কবরস্থানের উন্নয়নের জন্য কবরস্থান পরিচালনা কমিটির সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। অনুদান বিতরণ কালে পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নৌকা মার্কা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। এ জন্য আমি আপনাদের কাছে ঋণী। নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সাথে নিয়ে উল্লাপাড়া পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা গড়তে চাই। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত পৌরসভা উপহার দিতে চাই। আপনারা আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। ইতিমধ্যেই উল্লাপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমভাবে উন্নয়ন কাজ হচ্ছে। আগামীতেও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ