নিজেদের আইনজীবীদের প্রতি আস্থা না থাকায় দুর্নীতির দায়ে দণ্ডিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় বিএনপি বিদেশি আইনজীবীকে নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিচার্স সেন্টারের (ইউএমসিআরসি) রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
উল্লেখ্য, বিএনপি ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে।
মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার মামলায় বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘নিজের আইনজীবীর প্রতি কোনো আস্থা বা বিশ্বাস নেই বলে তিনি (খালেদা জিয়া) একজন বিদেশি আইনজীবীকে নিয়োগ করেছেন। সেই আইনজীবী কে? সেই আইনজীবী হল, ওই একাত্তরের ঘাতক সালাহ উদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলীর আইনজীবী হয়েছিলেন, লন্ডনের সেই আইনজীবী।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আমরা (আওয়ামী লীগ) নাকি খালেদা জিয়াকে আটকে রেখেছি। তিনি প্রশ্ন রাখেন, আমরা কেন তাকে আটকে রাখবো। উন্মুক্ত তথ্য প্রবাহের এ যুগে সবাই সবকিছু দেখছে। দণ্ড, জামিন সব কিছুই আদালতের বিষয়, এখানে সরকারের কোন হাত নেই। আওয়ামী লীগ চায় না কেউ দণ্ডিত হোক। খালেদা জিয়ার জামিন হবে কি হবে না- এটা আদালতের বিষয়। আইনের পথেই তাদের থাকতে হবে। সুতরাং আমরাও চাই খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের হয়ে সম্মানের সাথে রাজনীতি করুক। কারণ আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা খেলেই গোল দিতে চাই। বাসস।