কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ১৩টি রুম নিস্ব হয়ে পড়েছে ওই বাড়িতে থাকা ভাড়াটিয়ারা। বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভাস্থ পূর্ব চান্দরা পশ্চিম সাহেবপাড়া এলাকায় শাহিন মাস্টার এবং আমিরুলে বাড়িতে এঅগ্নিকান ঘটে।
স্থাণীয় এবং ওই বাসার ভাড়াটিয়া জুহুরলালের স্ত্রী বুলবুলী বলেন,আমি বাজার করতে গিয়ে বাসায় ফিরে এসে দেখি আমাদের বাসায় আগুন লেগেছে।এতে আমাদের বাসার সকল ভাড়াটিয়ার রুমে থাকা মূল্যবান আসবাবপত্র, টিভি,ফ্রিজ,জামা কাপড় ,টাকা পয়সাসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিস্ব হয়ে গেছি।আমি আগুন,আগুন বলে হৈচৈ করলে আসে পাশের লোকজন কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়।
আগুন লাগার বিষয়টি জানতে পাড়লে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০মিনিটের মধ্যে আপ্রান চেষ্টা করে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।এতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের মোট ২টি ইউনিট কাজ করেছে।এঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম বলেন,বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে এঅগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।তবে ১০ লক্ষাদিক টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।