• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেটঃ : বুধবার, ২১ মার্চ, ২০১৮

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় বুধবার(২১মার্চ) সকাল থেকে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
উপজেলার বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে ডা: কেবিএম হাদিউজ্জামান সেলিমের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। স্থানীয় আ‘লীগ, অংগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় ৬০ জন ডাক্তারের একটি মেডিকেল টিম অংশ নেয়। ৪০ জন বিশেজ্ঞ চিকিৎসক  ,১০ জন নার্সসহ আরো দশজন ডাক্তারদের সহকারী হিসেবে এ ক্যাম্পে অংশ নেয়।
এ ব্যাপারে ডা: ডা: কেবিএম হাদিউজ্জামান সেলিম বলেন, আমার এ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প ভালুকা বাসীর স্বাস্থ্যসেবার জন্য অব্যহত থাকবে। ইতিপুর্বেও ভালুকা সদরসহ বিভিন্ন স্থানে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এই মেডিক্যাল ক্যাম্পে অংশ গ্রহনকারী চিকিৎসকদের মধ্যে, কিডনী, গাইনি, নিউরোলজিস্ট, ডেন্টিস্ট, অর্থোপেটিসসহ সকল বিভাগের ডাক্তারগন চিকিৎসা সেবায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ