• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা

আপডেটঃ : বুধবার, ২১ মার্চ, ২০১৮

বিপ্লব রায়(ভোলা) প্রতিনিধি॥
আগামী ২৯ মার্চ তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর পরেই কোমড় বেঁধে মাঠে নেমেছে প্রার্থীরা। শুরু থেকেই ভোটারদের নিজেদের  পক্ষে নিতে সকাল থেকে রাত পর্যন্ত নিজ দলের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন হাট বাজারে কর্মী সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
আ’লীগের পক্ষে শম্ভুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান ও বিএনপির পক্ষ থেকে চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা মিন্টুকে দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করেন। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন দুলাল ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান ফরিদ উদ্দিন তালুকদার। গত ৫ মার্চ বাছাই কালে সতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র দাখিলের পর পরেই  বড় দুই দল আ’লীগ ও বিএনপির দলীয় দুই প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনীয় মাঠে বেশ তৎপর দেখা যায়।
এদিকে আলহাজ্ব ফজলুল  হক দেওয়ান দলীয় মনোনয়ন নিয়ে বেশ জনসমর্থন নিয়ে মাঠে নির্বাচনীয় প্রচারনা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি স্থানে তিনি গন-সংযোগ ও নেতা কর্মীদের সাথে বৈঠক করে। বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, বলেন দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিলের পর আমি মাঠে নির্বাচনীয় প্রচারনায় চালিয়ে যাচ্ছি। গতকাল দিনভর দলীয় নেতাকর্মীদের বিবিন্ন স্থানে ভোটারদের সাথে দেখা করেছি। স্বতন্ত্র প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন দুলাল বলেন, জনগনের প্রত্যাশা পুরনের জন্যই আমাদের রাজনীতি। মাঠে ব্যাপক সাড়া পেয়েছি। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি। এদিকে আগামী ১২ মার্চ  মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ