দশ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে।বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে। আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য হতে পারে বলে জানা গেছে।
দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের একটি আদালত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসি দেয়।
ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজমীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।