• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জন করায় ধামরাইয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়শীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জন করায় সর্বস্তরের মাসুষের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২মার্চ) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্ত্বর থেকে এক বন্যাঢ র‌্যালীটি বের হয়ে ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা প্রসাশনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আফিসার মোঃ আবুল কালাম আজাদ। এই সময় তিনি বলেন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। জাতীসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এই সিদ্ধান্ত নেয়। গত ১৫ মার্চ বাংলাদেশের মর্যদাপুর্ণ যোগ্যতা অর্জনের অনুষ্ঠানিক ঘোষনা দেয়।এবং পরের দিন জাতীসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এ বিষয়ে অনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে।
এই সময় আলোচনা সভায় আর বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা কৃষি আফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মোসাঃ নায়ার সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার মোঃ কাজী রাশেদ মামুন, ধামরাই থানার আফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক (দিপু),উপজেলা সমবায় সমিতির সভাপতি আলহাজ¦ আহম্মদ হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা পল্লীবিদ্যুৎতের কর্মকর্তারা ও ধামরাই সাবরেজিষ্ট্রারের সকল কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই র‌্যালীতে আংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ