উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
স্বল্প উন্নত দেশের ট্র্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসন বৃহস্পতিবার শহরে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-তানভীর ইমাম এম.পি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এজি মাহমুদ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহমেদ প্রমুখ।