• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

স্থলবন্দর এলাকা থেকে অর্ধ কোটি টাকার স্বর্ণের ১০টি বার উদ্ধার

আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে বুধবার রাতে অর্ধ কোটি টাকা মূল্যের ১০টি স্বার্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ীর একটি টহল দল বুধবার রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ১নম্বর গেটের নিকট থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে, যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। উদ্ধারকরা স্বর্ণের বাজার মূল্য ৫০ লাখ টাকা। স্বর্ণের বাগুলো জেলা প্রশাসকের ট্রেজারী ভোল্টে জমা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ