রংপুর অফিস॥
রংপুরে বিশ্ব যক্ষা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর বিভাগীয় স্বাস্থ্য ও সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের মাঠে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালে সিভিল সার্জনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও নাটাবের প্রতিনিধি শাহ নবীউল্লাহ পান্না, রংপুর রাজশাহী বিভাগের ব্যবস্থাপক নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আব্দুল মোত্তালেব, বক্ষব্যাধি কনসালটেন্ট ডাঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন অফিসের টিউটিবি এস এম লিয়াকত, ব্রাক রংপুরের ব্যবস্থাপক শ্যামল কুমার সরকার।