রাজশাহী বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সমিতির কার্যকরী পরিষদের ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণসহ ১৮টি পদে প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
অন্যদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন মাত্র তিনটি পদে। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের লোকমান আলী পেয়েছেন ২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোজাম্মেল হক (২) পেয়েছেন ২২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের একরামুল হক (২) পেয়েছেন ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী ঐক্য পরিষদের জমসেদ আলী (১) পেয়েছেন ২২৭ ভোট।