রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার পর সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ সকাল ৯টায় মঞ্চে হাজির হন জোটের ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সেখানে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তবে এর আগেই সমাবেশ স্থল পূর্ণ হয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে। তাদের হাতে ছিল নানা রঙের লাঙল।