কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি চলছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, শনিবার রাত ১০টা থেকে মহাসড়কে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি। চট্রগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের চালক মিজানুর রহমান আজ সকাল সাড়ে আটটায় মহাসড়কের দাউদকান্দিতে আসতে ‘সকাল ছয়টায় দাউদকান্দির আমিরাবাদে এসে যানজটে আটকা পড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করতে আড়াই ঘণ্টা লেগেছে। কখন ঢাকায় পৌঁছতে পারব জানা নেই।’যানজটে আটকে অনেকেই পড়েছেন বিপাকে। নির্দিষ্ট সময়ে না পৌঁছাতে পারলে ব্যবসায়িক ক্ষতির কথা বলেছেন ঢাকার ব্যবসায়ী কুমিল্লার সেনানিবাস এলাকার ময়নাল হোসেন। তিনি বলেন, ‘একটানা আড়াই ঘণ্টা যানজটে আটকে আছি। বাসের যাত্রি জসিম উদ্দিন জানান এক ঘণ্টার পথ অতিক্রম করতে সময় লেগেছে ১২ ঘণ্টা। ।কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের বাসের চালক সোহাগ মিয়া বলেন, তীব্র যানজটের কারণে এক কিলোমিটার পথ অতিক্রম করতে প্রতি এক ঘণ্টা সময় লেগেছে।দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ রাত-দিন চেষ্টা চালাচ্ছে।