ভোলা প্রতিনিধি॥
পুলিশ সুপার মোকতার হোসেনের মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনার পর থেকে ভোলায় বিরতিহীন অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এতে একে একে ধরা পরছে মাদক সেবীরা। মাঝেমধ্যে ছোটখাটো কিছু ব্যাবসায়ী ধরা পরলেও এখনো গডফাদাররা রয়ে গেছেন অধরাই।ডিবি পুলিশ সূত্রে জানাজায়, গত কাল রাতে পুলিশ সুপার মো: মোকতার হোসেনের দিক নির্দ্দেশনায় অফিসার ইনচার্জ ডি বি ভোলা মো: শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো : আ: সোবাহান এস আই মো : শওকত জাহান খান এস আই মো: তারিকুল ইসলাম এস আই সন্জয় বিশ্বাস ও সংগীয় ফোর্স ভোলা সদর থানার ভিবিন্ন এলাকায় পৃথক ৩ টি অভিজানে আসামী ১।মো: আবুল কালাম(৬৫)কে ৬ কেজি গাজা ও আসামী ২।মো:নয়ন মোর্শেদ রানা (২৩) ৩।রাকিব হোসেন (২২)কে ৭ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা এবং আসামী ৪। মো: রেজাউল করিম (২২)কে ৭ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক ৩ টি মামলা হয়েছে। ডি বি ভোলার মাদক বিরোধী সহ বিভিন্ন অপরাধ মূলক অভিযান অব্যাহত থাকবে বলেও ভোলা নিউজকে সাফ জানিয়ে দিয়েছেন ওসি সহীদুল ইসলাম ।