• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

দেড় মাস বন্ধ থাকার পর আবার খুলছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট -শিক্ষার্থীদের মাঝে-স্বস্তি

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
দেড় মাস বন্ধো থাকার পর আবার খুলেছে বাগেরহাট মেরিন টেকনোলজি। শুরু হয়েছে ক্লাস স্বস্থি ফিরে এসেছে শিক্ষার্থীদের মাঝে।বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত সেই  অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জে সিনিয়র ইন্সট্রাক্টর পদে বদলি করে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট খুলে দেয়া হয়েছে। দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাগেরহাট মেরিন ইনস্টিটিউটে ফের ক্লাশ শুরু হয়েছে। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শোভা শাহনাজ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানগেছে। ২২ মার্চ স্বাক্ষরিত ওই আদেশ বুধবার সন্ধ্যায় বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পৌঁছায় বলে কর্মরত শিক্ষকরা জানিয়েছেন। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ‘বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিনিয়র ইন্সট্রাক্টর পদে নারায়ণজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে এবং চাদপুরের আইএমটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনকে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে বদলী করা হয়।  এর আগে ২৮ ফেব্রƒয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জে বদলী করা হয়েছিল। কিন্তু ওই আদেশের পর তিনি সিরাজগঞ্জে যোগদান না করায় ওই আদেশ বাতিল করে নতুন বদলীর আদেশ দেয়া হয়। প্রসঙ্গত : বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগে তুলে শিক্ষার্থীরা। তার অপসারণের দাবীতে   গত ১২ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসুচি পালন করেন শিক্ষার্থীরা। এই অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বন্ধ ঘোষণা করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইন সরেজমিনে তদন্তে করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ