চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ডিগ্রি কলেজে ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এ উপলক্ষে কলেজ মাঠে সূধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, অধ্যক্ষ আবুল বাশার, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রহমান এডুসহ অন্যরা।