নিম্ন আদালতের বিচারকদেরকে এবার রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় সন ও তারিখ লেখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বাংলার ভাষার প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এই নির্দেশ দেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকেদের মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জ্যেষ্ঠ জেলা জজ ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়েছে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান বিশ্বের ইতিহাসে এক অনন্য ঘটনা। এ ঐতিহাসিক দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বাংলার প্রতি আমাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু অধস্তন আদালত সমূহে রায়ে ইংরেজি তারিখ প্রদান করা হলেও বাংলায় তারিখ প্রদান করা হয় না। এমতবস্থায় বাংলার প্রতি সম্মান জানাতে সকল রায়ে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা বর্ষের সন ও তারিখ উল্লেখ থাকা একান্তভাবে প্রত্যাশিত এবং বাঞ্ছনীয়।