• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

আমার শাসনামলে আমরা কোন অন্যায় কাজ করি নাই: এরশাদ

আপডেটঃ : শনিবার, ৩১ মার্চ, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আমরা প্রস্তুত আছি। আমার শাসনামলে আমরা কোন অন্যায় কাজ করি নাই। আমাদের হাতে রক্তের দাগ নাই। আমি সারা জীবন মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সেবা করে ভালোবাসা পেতে চাই।
শনিবার বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে এরশাদের সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের রুদ্ধদার বৈঠক করেন। বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মতবিনিময় সভা করেন এরশাদ।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরে সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, হুইপ বগুড়া থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, নূর ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির, সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বেলাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের বাশার, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক আবুল খায়ের ভূইয়া, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, সাধারণ সম্পাদক আলেয়া বেগম, জেলা যুবসংহতির আহ্বায়ক রাজা হোসেন রাজু, রূপগঞ্জ জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার, সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহআলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ