• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

সিটি নির্বাচন : বৃহস্পতিবার বিএনপির মনোনয়নপত্র বিক্রি

আপডেটঃ : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। এই নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে দলটি। আগামীকাল ৫ এপ্রিল মনোনয়নপত্র বিক্রি করবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
গতকাল বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, ৫ এপ্রিল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। ৬ এপ্রিল মনোনয়ন ফরম জমা দিতে হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। ফরম জমা দেওয়ার সময় আরও দিতে হবে ২৫ হাজার টাকা। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাত্ নেওয়া হবে ইচ্ছুক প্রার্থীদের।
এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই দুদককে কাজে লাগানো হচ্ছে। হঠাত্ বিএনপির সিনিয়র নেতা ও তাদের পরিবারের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, যা মিথ্যা এবং বানোয়াট। আসলে সরকার দুদককে দিয়ে নতুন প্রকল্প খুলেছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচন করতে চায়। কিন্তু সেটা তারা করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ