সারাদেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আগামী ২২ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল আজ রবিবার এই আদেশ দেয়।
মেডিকেল ওয়েষ্ট ম্যানেজমেন্ট এন্ড প্রসেসিং-২০০৮ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট করেন মো. আল আমিন নামে এক ব্যক্তি।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।