সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সদস্য আব্দুল গনি, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, সাধারন সম্পাদক আব্দুল আলিম, যুবলীগের সভাপতি আসাদুজ্জামান পপি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেক আলী, কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, ডোয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আ.ফ.ম ডা: শাহানশাহ মোল্লা প্রমুখ। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।