• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

পান্থপথে জঙ্গিবিরোধী অভিযান : প্রতিবেদন দাখিল ১৬ মে

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৬ মে ধার্য করেছে আদালত।
আজ বুধবার রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলাটি প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এসআই প্রদীপ কুমার সরকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ১৬ মে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।
নাশকতার উদ্দেশ্যে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে ২০১৭ সালের ১৫ আগস্ট সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন নব্য জেএমবির সদস্য সাইফুল ইসলাম। এ সময় বোমার স্পিন্টারে এক পথচারীও আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ