উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈবর্তগাঁতী গ্রামে একটি বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক সুফিয়ান। এ গ্রামের আরশাদ আলীর অষ্টম শ্রেণি পড়–য়া মেয়ে আঁখি খাতুনের সঙ্গে বিয়ে হচ্ছিল উপজেলার সুজা গ্রামের ব্যবসায়ী রাহাম হোসেনের। কৈবর্তগাঁতী গ্রামবাসী জানান, উল্লাপাড়ার সহকারী কমিশনার গোপন সূত্রের খবর পেয়ে বর যাত্রীদের পিছু অনুরসণ করে কনের বাড়িতে গিয়ে পৌঁছায়। পরে তিনি স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় আঁখি খাতুনের বিয়ে ভেঙ্গে দেন। এ সময় আঁখির বাবা মায়ের নিকট থেকে অপ্রাপ্ত বয়সী মেয়েকে বিয়ে না দেয়ার মুচলিকা নেন। কাজী আব্দুল মালেক পালিয়ে যায়।