• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

কেসিসি নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী ঘোষণা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে ৩১ সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪ ও ৩০ নম্বর ওয়ার্ড উন্মুক্ত রাখা হয়েছে। এখানে কোন দলীয় প্রার্থী ঘোষণা দেয়া হয়নি। এছাড়া সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডও উন্মুক্ত রাখা হয়েছে।
মহানগর বিএনপি’র সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, দলীয় সমর্থন প্রত্যাশী ১৩৮ জন কাউন্সিলর প্রার্থীর জন্য আবেদন করেন। গত ৯ ও ১০ এপ্রিল তাদের সাক্ষাৎকার নেয়া হয়। পরে বুধবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় নগরীর ৩১টি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত করা হয়।
কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা : ১ নম্বর ওয়ার্ডে মো. মহিউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে শেখ গাউস হোসেন, ৪ নম্বর  ওয়ার্ড উন্মুক্ত, ৫ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন তোতন, ৬ নম্বর শামসুদ্দিন প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডে ডালিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে শেখ জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে শেখ ফারুক হিল্টন, ১১ নম্বর ওয়ার্ডে সরদার ইউনুস আলী, ১২ নম্বর ওয়ার্ডে এইচ এম সালেক, ১৩ নম্বর ওয়ার্ডে ইমতিয়াজ আলম বাবু, ১৪ নম্বর ওয়ার্ডে  শেখ আবুল কালাম, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান ডিনো, ১৬ নম্বর ওয়ার্ডে শেখ জামিরুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন, ২০ নম্বর ওয়ার্ডে শেখ গাউসুল আযম, ২১ নম্বর ওয়ার্ডে মোল্লা ফরিদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডে মো. মাহবুব কায়সার, ২৩ নম্বর ওয়ার্ডে মো. সাব্বির হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান আরজু, ২৬ নম্বর ওয়ার্ডে মনিরুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে হাসান মেহেদী রিজভী, ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুর রহমান দীপু, ২৯ নম্বর ওয়ার্ডে গিয়াসউদ্দিন বনি, ৩০ নম্বর ওয়ার্ড উন্মুক্ত ও ৩১ নম্বর ওয়ার্ডে এইচ এম আসলাম।
এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন যারা : ১ নম্বর ওয়ার্ডে লায়লা আরজুমান বানু, ২ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ৩ নম্বর ওয়ার্ডে পাপিয়া রহমান পারু, ৪ নম্বর ওয়ার্ডে আফরোজা জামান, ৫ নম্বর ওয়ার্ডে আনজিরা খাতুন, ৬ নম্বর ওয়ার্ডে হাসনা হেনা, ৭ নম্বর ওয়ার্ডে শামসুন নাহার লিপি, ৮ নম্বর ওয়ার্ডে আজিজা খানম এলিজা, ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০ নম্বর ওয়ার্ডে রোকেয়া ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ