• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

একটু অর্গানাইজ করে ছাত্রদের সাপোর্ট দিলে হয় না! ড. মামুনকে তারেক রহমানের ফোন

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকদের সমর্থন দিতে বলেছেন। গত মঙ্গলবার টেলিফোনে বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে। তারেক রহমানের সঙ্গে কথোপকথনের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।’

তাদের দু’জনের কথপোকথন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

মামুন: হ্যালো

তারেক: জি, স্লামালেকুম।

তারেক: জি, মামুন সাহেব বলছেন?

মামুন: জি বলছি।

তারেক: মামুন সাহেব, আমার নাম তারেক রহমান।

মামুন: স্লামালেকুম, স্লামালেকুম।

তারেক: ভালো আছেন?

মামুন: জি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার শরীর কেমন?

তারেক: শরীর আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ।

মামুন: আলহামদুলিল্লাহ।

তারেক: আমি ফোন করলাম, ছেলেপেলেরা যে কোটা আন্দোলনের জন্য, বাতিলের জন্য বা সংস্কারের জন্য আন্দোলন করছে, এখানে মনে হয়, সাদা দলের পক্ষ থেকে, যেহেতু দাবিটা জেনুইন। এবং দেশের অধিকাংশ স্টুডেন্ট যারা মেধাবী বলে স্বীকৃত, অধিকাংশই তো এইটার সাথে আছে, তাই না?

মামুন: জি।

তারেক: এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই যে কোটা পদ্ধতি তো কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে, বলা যায় নষ্ট করে দিয়েছে, আমার মনে হয়, এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি।

মামুন: অবশ্যই।

তারেক: আমার মনে হয়, আপনারা যারা আছেন, সাদা দলের, বিশেষ করে আমার মনে হয়, আপনারা আছেন যারা, এটাকে একটু অর্গানাইজড করে সাপোর্ট দিলে হয় না?

মামুন: আমার ব্যক্তিগত ধারণা, সাপোর্টটা দেওয়া প্রয়োজন। জেনারেল ওয়েতেই সেটা করা প্রয়োজন। তবে অর্গানাইজড করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে, এখন অর্গানাইজড করার সময় হয়ে এসেছে। আপনি বলায় এটা আরও বেশি এক্সপাডাইট হবে নিশ্চয়। নিশ্চয় সেটা আমরা করবো।

তারেক: তাহলে তো আপনাদের দায়িত্ব নিতে হবে।

মামুন: জি আমরা করবো।

তারেক: আপনি একটু এগিয়ে আসেন তাহলে।

মামুন: অবশ্যই, অবশ্যই।

তারেক: সবার সঙ্গে একটু কথা বলেন তাহলে। যারা যারা আছেন সবার সঙ্গে একটু কথা বলে এটা একটু অর্গানাইজ করেন তাহলে।

মামুন: জি, জি, আমি কথা বলছি।

তারেক: আমি আরও দুই-একজনের সঙ্গে কথা বলছি।

মামুন: জি, জি।

তারেক: আপনার অবস্থান থেকে একটা ভূমিকা রাখেন তাহলে। ভূমিকা রাখেন।

মামুন: জি, জি।

তারেক: এই নাম্বারটা…এই নাম্বারটা  আমার, সেইভ করে রাখেন। আপনি তাহলে আপডেটটা আমাকে এই নাম্বারে জানাতে পারবেন।

মামুন: ও থ্যাংক ইউ।

তারেক: আর অন্য কোনো বিষয় হলেও আমাকে জানাতে পারবেন।

মামুন: আমি তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। আর জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনি হয়তো জানেন। দোয়া করবেন আমাদের জন্য।

তারেক: জি, আপনিও দোয়া করবেন।

মামুন: বিভিন্ন প্রয়োজনে আমিও যোগাযোগ করবো আপনার সঙ্গে।

তারেক: তো আই অ্যাম এক্সপেক্টিং আপডেট ফ্রম ইউ টুমরো।

মামুন: ওকে।

তারেক: কালকে আমি একটা আপডেট আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।

মামুন: জি স্লামালেকুম, স্লামালেকুম।

তারেক: স্লামালেকুম, স্লামালেকুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ