• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

খালেদার মুক্তি সরকারের হাতে নেই: খন্দকার মোশারফ হোসেন

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে সরকার আটকে রাখেনি। এটি আদালতের বিষয়। খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে নেই। আদালতই তাকে মুক্তি দিতে পারে।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের তাহিপুর উপজেলার স্থানীয় সরকারের অধীনে সংস্থা ও দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিমিয়কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা দেয়ার প্রয়োজন তা দেয়া হয়েছে খালেদা জিয়াকে। তাকে কোন প্রকার সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বিএনপি যে দাবি করছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।
মন্ত্রী বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক। পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে বদল করা হয়েছে এবং বর্তমান মন্ত্রী তিনবার হাওর পরিদর্শন করেছেন।
স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে তাহিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেবের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, শামছুন নাহার বেগম, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ, তাহিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ