• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ইরি ধানে বিএলবি রোগ দ্বিধাদন্ধে কৃষক

আপডেটঃ : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশাল এক আবাদী মাঠে বছরের প্রধান আবাদের ইরি ধানে ব্যাকটেরিয়া জনিত বিএলবি (ব্যাকটেরিয়া লিফ ব্রাইট) রোগ দেখা দিয়েছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের আবাদী মাঠে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়ছে। গত দিন সাতেক হলো এ রোগ দেখা দিয়েছে। প্রথমে ধানের পাতার উপরিভাগ থেকে মরে শুকিয়ে উঠছে।
স্থানীয় কৃষি অফিস থেকে ব্যাকটেরিয়া জনিত রোগ জানিয়ে বিভিন্ন ঔষধ ব্যবহারে পরামর্শ দেয়া হচ্ছে।
অপরদিকে কীটনাশক বিক্রেতারা এটি ছত্রাক জনিত রোগ জানিয়ে অন্য ঔষধ ব্যবহারে কৃষকদেরকে উৎসাহ ও পরামর্শ দিচ্ছে। কৃষক মোঃ রেজা, করিম মিয়া জানান, তারা এ রোগের কারণে কোন ঔষধ ব্যবহার করবেন তা নিয়ে দ্বিধাদন্ধে পড়েছে। কৃষি অফিস কোন অবস্থাতেই এটি ছত্রাক জনিত রোগ নয় জানিয়ে তাদের পরামর্শ মোতাবেক ঔষধ ব্যবহারের কথা জোর দিয়ে বলছে। উল্লাপাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউসুফ মিয়া বলেন, কীটনাশক দোকানীরা ভুল পরামর্শ দিয়ে ছত্রাক জনিত ঔষধ ব্যবহারে পরামর্শ ও উৎসাহ দিচ্ছে। তিনি ইতিমধ্যেই ৩০ থেকে ৩৫ জন কৃষককে এক অনুষ্ঠানে বিএলবি রোগ ও এ প্রতিরোধে ঔষধ ব্যবহারে পরামর্শ এমনকি ঔষধও লিখে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ