চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় ৪টি ওয়ান সুটার গান, ইউএসএ তৈরী ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান বুধবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তীতে জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৭টায় ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহল দল নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার মাস্তানমোড় পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মোটরসাইকেলে তিন চোরকারবারী বিজিবি টহল দলকে দেখে দ্রুত পালিয়ে গেলে টহল দল তাদের ধাওয়া করে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উপরকয়লা এলাকায় আটকের চেষ্টা করলে অস্ত্র চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের আম বাগানের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদিকে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের মধ্যে শিবগঞ্জ থানায় উপজেলার শাহাপাড়া এলাকার কামায়েতপাড়া গ্রামের আজিজুল মেকারের ছেলে মিরাজ (৪০) ও মোল্লাটোলা এলাকার তেলকুপি গ্রামের শিষ মোহাম্মদের ছেলে শাহিন (২২) কে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত ওয়ান সুটার গান, বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেল জমা করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।