বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আজ এই জামিন পেলেন তিনি।
বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়া হয়।
আদালতে তার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম।
আদালত থেকে বের হয়ে জহিরুল ইসলাম জানান, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হয়। ওই রায়কে কেন্দ্র করে একদিন পর ১০ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে এ মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় হাইকোর্টে হাজির হয়ে এ্যানি আগাম জামিন আবেদন করেন। আদালত এ আবেদনের পরিপ্রেক্ষিতে আট সপ্তাহের জামিন দেন।