• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় লাভলীর বিরুদ্ধে চার্জশিট

আপডেটঃ : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল এলাকায় সাবেক প্রেমিক আল আমিন হোসেনকে (২৫) ছুরিকাঘাতে আহত করার ঘটনায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার বিরুদ্ধ অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে চার্জশিট দাখিল করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার উপ-পরিদর্শক অমল কৃষ্ণ দে।

আদালত চার্জশিট দেখিলাম মর্মে সাইন করে আগামী  ২১ মে বাদীকে আদালতে হাজির হয়ে দাখিল করা চার্জশিটের বিষয়ে মতামত দিতে নোটিস দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, লাভলীর সঙ্গে মামলার ভিকটিম আল আমিনের পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। লাভলীর পরিবার থেকে আল আমিনকে বলা হয়, ‘যেহেতু তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, তাই লাভলীর পড়ালেখার খরচ তুমি চালিয়ে যাও’। এরপর আল আমিন লাভলীর পরিবারকে আবাসনের ব্যবস্থাসহ গরু কিনে দেন।

গত ১৭ জানুয়ারি লাভলী জগন্নাথ হলের পেছনে বুয়েট ক্যাম্পাসে আল আমিনকে ডেকে নিয়ে এসে বলেন, ‘তুই এসএসসি পাস, আর আমি মাস্টার্সে পড়ি। তোর সঙ্গে আমার বিয়ে কখনও সম্ভব নয়। তুই আমাকে ভুলে যা। আর যদি না ভুলিস তোকে হত্যা করে ১০০ টুকরো করব।’

এরপর লাভলী তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি ছুরি বের করে আল আমিনকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আল আমিনের চাচাতো ভাই আওলাদ হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

আসামি লাভলী ইয়াসমিন মিতা বর্তমানে জামিনে আছেন। লাভলী ও আল আমিন উভয়ের বাড়ি ঝিনাইদাহ জেলায়। আল আমিন রাজধানীর চকবাজারে প্লাস্টিক ও ভাঙ্গারি ব্যবসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ