রংপুর অফিস॥
রংপুর বিভাগে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বিড়ি ঐক্য পরিষদ এবং আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা বিড়ি শিল্পের উপর নতুন করারোপ না করার দাবীতে স্থানীয় সংসদ সদস্যদের বরাবর স্বারকলিপি প্রদান করেন। গতকাল রোববার সংসদ সদস্যদের বাসভবনে বিড়ি শ্রমিক সংগঠনের নেতারা এ স্মারকলিপি হস্তান্তর করেছে। বিড়ি শিল্পে কর্মরত কয়েক লক্ষ নারী পুরুষ শ্রমিক বৈষম্যের স্বীকার হচ্ছে বলে স্বারকলিপিতে উল্লেখ্য করা হয়। এ সকল পরিবারের ভরণ-পোষণ ও সন্তানদের লেখাপড়া ব্যয় দেশীয় হাতে তৈরী বিড়ি শিল্পে কর্মরত শ্রমিকদের উপার্জন থেকে আসে। তাই আগামাী ২০১৮-২০১৯ সালের অর্থ বাজেটে লক্ষ লক্ষ হত-দরিদ্র নারী-পুরুষ বিড়ি শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে কোন প্রকার বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ ও বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করার দাবী জানানো হয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বিড়ি ঐক্য পরিষদ এর আঞ্চলিক সাধারণ সম্পাদক আমিন বি,এস,সি, সভাপতি মজিবুর রহমান এর নেতৃত্বে স্মারক লিপি প্রদান করা হয়।