শনিবার সেভিয়ার বিপক্ষে ফাইনালে গোল করার মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি কোপা দেল রে ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন লিওনেল মেসি। ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টানা চতুর্থ বারের মতো শিরোপা জিতেছে বার্সেলোনা।
ওয়ান্ডা মেট্রোপালিটানোতে কালকের ফাইনালে বার্সা সবদিক থেকেই ছিল অপ্রতিরোধ্য। মেসি দলের পক্ষে দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের আরো দুই গোলে সহযোগিতা করেছেন।
৩১ মিনিটে গোল করার মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোপা দেল রে’র পাঁচটি ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি। এর আগে ১৯৪০ ও ৫০’র দশকে এ্যাথলেটিকো বিলবাওয়ের তারকা টেলমো জারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও সব মিলিয়ে এই পাঁচটি ফাইনালে মেসির ৬ গোলের থেকে জারার ৮ গোল কিছুটা এগিয়ে রয়েছে।
এদিকে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জন্য এটি অন্যরকম এক রেকর্ড ছিল। গতকাল তিনি দুটি গোল করেছেন। আর এর মাধ্যমে বার্সার হয়ে পাঁচটি ভিন্ন প্রতিযোগিতার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ।