• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

পিএসএলে দল না পেলেও আক্ষেপ নেই: তাসকিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

তিনবার ডাক পেয়েও খেলতে পারেননি আইপিএলে। জাতীয় দলের ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে বিসিবির ছাড়পত্র পাননি। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটেও ছিলেন। আশা ছিল কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো কিনবে; কিন্তু শেষ পর্যন্ত সেটিও হলো না।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিপিএলে ম্যাচ শেষে তাসকিনের কাছে জানতে চাওয়া হলো পিএসএল ড্রাফট নিয়ে। জবাবে এই পেসারের সহজ উত্তর, পিএসএলে দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আপসেট নই, (পিএসএলে দল না পাওয়া) আপসেট এর কী আছে? আমি যদি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি যদি ভালো খেলতে পারি সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তো ৩ বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি, এটা আপসেটিং হলে অইটা তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেট না, তকদিরে যা আছে সামনে আসবে ইনশাল্লাহ।’

গতকাল থেকেই দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব এসেছে তাসকিনের কাছে। প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে হার। নিজের বোলিং পারফরম্যান্স আর দলের হারটাকে তাসকিন দেখছেন খারাপ দিন হিসেবে, ‘আসলে দেখেন শুরুটা ভালোই হয়েছে। ৫ ক্যাচ মিস। ১৯০ এর জায়গায় ১৬০-৭০ হলে ভিন্ন গেম হতেই পারত। সব মিলে খারাপ দিন গেছে। হ্যাঁ আগের ম্যাচেও হইসে হয়ত সামনেও হবে। এরপর যেগুলা উইকেট পাই সেগুলাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে যেন সামনে আরও খেলতে পারি।’

তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন এবারও রয়েছে। এ ব্যাপারে তাসকিন বলেন, ‘না। হয়ত কারও ইঞ্জুরি হলে ডাকতে পারে। ডিরেক্ট আমার সাথে কথা হয়নি। নরমালি তো এজেন্টের সাথে কথা হয়।

তাসকিনের বাবা বলেছিলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান ছেলেকে। এই প্রসঙ্গে তাসকিন কথা এড়িয়ে গেলেন পুরোপুরি। বললেন, ‘আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলা ভালো খেলা।’

চলতি বিপিএলে দারুণ ছন্দে আছেন তাসকিন। দলের পারফরম্যান্স ওঠানামা করলেও তাসকিন নিজেকে ধরে রেখেছেন দারুণভাবে। ৯ ম্যাচে ২০ উইকেট তুলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ