কালিয়াকৈরে(গাজীপুর)প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে আনসারদের ৩দিন ব্যাপী নির্বাচনকালীন প্রশিক্ষন গতকাল সোমবার শেষ হয়েছে। গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে দায়ীত্ব আনসার সদস্যরা দায়ীত্ব পালন কালে তাদের করনীয় এবং বর্জনীয় বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করাহয়। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারা যাতে সুষ্ঠ ভাবে এবং সুশৃঙ্খল ভাবে ভোট প্রদান করাসহ নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স নেওয়া ও ভোট শেষে পুনরায় ব্যালট বাক্স নির্বাচনী অফিসে জমা দেওয়াসহ নানা বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী বকর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা আনসার এডজোটেন্ট মোঃ আলমঙ্গীর হোসেন, কালিয়াকৈর উজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ প্রমুখ।