• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

উল্লাপাড়ায় ইউপি প্রশাসন অবহিতকরণ কোর্স

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনদিন ব্যাপি ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স আজ বুধবার শেষ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বেলা ১২ টার দিকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব প্রধান অতিথি হয়ে সনদপত্র তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) ফারুক সুফিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া। জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনএলজিআই) আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ এ কোর্সে অংশ নেন। এতে সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)  আবু নুর মোঃ শামছুজ্জামান, এনএলজিআই প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ কোর্সের মূল উদ্দেশ্য, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বিভিন্ন সমস্যাদি চিহ্নিতকরণ করে সঠিক সমাধান, নাগরিক সুবিধায় প্রকল্প গ্রহণ, উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন, ইউপি’র বাৎসরিক বাজেট এবং ইউপি প্রশাসন পরিচালনা বিষয়ক বলে জানানো হয়। গত তিনদিনের এ কোর্সে অংশ গ্রহনকারী বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও সদস্যগণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ