• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

রংপুরে ভুটান কাস্টমসের দ্বি-পক্ষীয় সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

রংপুর অফিস॥
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুরের উদ্যেগে বাংলাদেশ ও ভুটান কাস্টমস এর ১ম গ্রাউন্ড লেভেল দ্বি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে  রংপুর কাস্টমস কমিশনারেট কার্যালয়ের হল রুমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজিকরণ, পণ্যের এইচ এস কোড শ্রেণীবিন্যাস সংক্রান্ত জটিলতা নিরসন, ভুটান হতে পণ্যবাহী যান প্রবেশের সময় বৃদ্ধি এবং দ্রুত পণ্য খালাসসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় দুই দেশের মধ্যে আন্তর্যাতিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক এরূপ বিভিন্ন বিষয়াদি উঠে আসে যা পণ্যের আমদানি-রপ্তানী বৃদ্ধিতে এবং বন্ধুপ্রতীম দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। উক্ত সভায় বক্তব্য রাখেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ আহসানুল হক, ভুটান কাস্টমস রিজিয়নাল ডাইরেক্টর সনাম দর্জি, ডেপুটি ডাইরেক্টর কেনজেং থিনলে, রংপুর কাস্টমস এর ডেপুটি-কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী, মোঃ সাইফুল হক, মোঃ মোস্তাাফিজুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ